নোটিশ বিস্তারিত
ভর্তি নোটিশ
24 নভেম্বর, 2024
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
আচ্ছালামুয়ালাইকুম!
আপনার সন্তানকে ইলম, আমল, আখলাক ও আধুনিক শিক্ষায় গড়ে তোলা আপনার একান্ত দায়িত্ব।
দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা
একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
নিরিবিলি পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এবং যুগ উপযোগী আমাদের শিক্ষা কাঠামো।
#আমাদের_বিভাগসমূহঃ-
💫 নূরানী বিভাগ-প্লে হতে ৩য় শ্রেণি
💫 নাজেরা বিভাগ।
💫 ইন্টারনেশনাল হিফয বিভাগ এবং
💫 কিতাব বিভাগ - চতুর্থ শ্রেণি হতে ষষ্ঠ শ্রেণি পর্যায়ক্রমে শ্রেণী খোলা হবে। (কওমী ও আলিয়া মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে যুগ উপযোগী সিলেবাস)।
প্লে হতে পঞ্চম শ্রেণী বালক-বালিকা
#শিক্ষাস্তর_ও_সিলেবাস:-
অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তিনটি স্তরে বিভক্ত থাকবে। প্রথম স্তর প্লে শ্রেণী হতে তৃতীয় শ্রেণি পর্যন্ত স্ট্যান্ডার্ড নূরানী পদ্ধতিতে। যেখানে ছাত্র-ছাত্রীরা সহীহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিক্ষাদানের পাশাপাশি বাংলা ইংরেজি গণিত বিষয়ে পরিপূর্ণ পাঠদান।
এস্তরের উত্তীর্ণ শিক্ষার্থী ইচ্ছা করলে সরাসরি হিফজ বিভাগে ভর্তি হতে পারবে আলাদা নাজেরা পড়ার প্রয়োজন হবে না
তাছাড়া স্কুল অথবা আলিয়া মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসায় ভর্তি করতে পারবেন।
#নূরানী_বিভাগের_বিশেষ_আকর্ষণ:-
# তাজবীদ সহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা।
# কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা মুখস্ত করণ ও লিখন।
# বিষয়ভিত্তিক ৪০ টি হাদিস মুখস্ত করণ।
# বাংলা আরবি ইংরেজি হাতের লেখা সুন্দর করন।
# প্রাক্টিক্যাল ওযু, নামাজ ও প্রয়োজনীয় মাসআলাসমুহ শিক্ষা দান।
#দ্বিতীয়স্তর_হেফজুল_কোরআন_বিভাগ:-
আন্তর্জাতিক মানসম্পন্ন ইলমুল কেরাতে পারদর্শী আখলাকী হাফেজী কোরআন এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে হেফজুল কোরআন বিভাগ পরিচালিত।
# দ্রুততম সময়ের মধ্যে হিসস সম্পন্ন।
# আন্তর্জাতিক মানের লাহানে (সুরে) তেলাওয়াত শিক্ষা দান।
# নিয়মিত মশকের ব্যবস্থা ও হাফেজ ছাত্রদের জন্য খতম, শুনানী ব্যবস্থা।
#
#কিতাব_বিভাগ:-
আরবি, উর্দু পারদর্শী শিক্ষক দ্বারা আলিয়া ও কওমি মাদ্রাসা সিলেবাসের সমন্বয়ে এ বিভাগ পরিচালিত হয়।
এ বিভাগের ছাত্ররা আরবি উর্দু কিতাব পড়তে সক্ষম হবে, পাশাপাশি তাদের বাংলা, ইংরেজি, গণিত মানসম্মত সিলেবাস। আলিয়া মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারবে।
# বাংলা আরবি উর্দু ইংরেজি ভাষা শেখা।
# আরবি,উর্দু,ইংরেজি ভাষায় বক্তৃতা শেখা।
# লাহু,ছরফ,আরবি বিষয়ে গুরুত্ব দিয়ে শুদ্ধভাবে আরবি এবারত পড়া ও বুঝার যোগ্যতা অর্জন করা।
আরও বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।
#পরীক্ষা_পদ্ধতি:- প্রত্যেক ক্লাসে পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে । বছরে দুটি সেমিস্টার পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা এবং প্রতিমাসে মাসিক পাঠ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যেক পরীক্ষার খাতা অভিভাবকদের কাছে ছাত্রদের মাধ্যমে পৌঁছানো হয় অভিভাবক স্বাক্ষরের মাধ্যমে মাদ্রাসায় জমা দিতে হয়।
#ভর্তি_শুরু :-
ভর্তি ফরম বিতরণ ১লা নভেম্বর হতে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি।
নতুন ছাত্র ১লা ডিসেম্বর হতে ৩১শে ডিসেম্বর।
বই উৎসব ও ক্লাস শুরু ১লা জানুয়ারি
ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন:-
যোগাযোগ- শম্ভুগঞ্জ গোলচত্বর, নেত্রকোনা রোড়, ময়মনসিংহ।
গুগল ম্যাপ লিংক- https://maps.app.goo.gl/JxHJQ4DUDnfJZnod7
মোবাইল- 01746-763832 পরিচালক whatsapp
01717376265 মাদ্রাসার অফিস